The Discourse Summaries - প্রবচন-সারাংশ (PDF Bengali book)
The Discourse Summaries - প্রবচন-সারাংশ (PDF Bengali book)
প্রবচন-সারাংশ
একটি বিপস্যনা কোর্সে, সাধক শেখেন কীভাবে দৈনন্দিন জীবন যাত্রাকে ব্যাহত করে এরকম পরিস্থিতি কিভাবে সামলানো যায় এবং কুসংস্কার থেকে কিকরে মনকে মুক্ত করতে হয়। নিয়মিত এই সাধনার অভ্যাস করলে তিনি সর্বদাই শান্তিপূর্ণ, সুখী এবং সুষ্ঠ জীবনযাপন করার পথে চলতে আরম্ভ করেন। সঙ্গে সঙ্গে, এই সাধনা মানুষকে তার অন্তিম লক্ষ্যের দিকে নিয়ে যায়। অন্তিম লক্ষ্য কি? মনের শুদ্ধি, দুঃখ থেকে মুক্তি এবং বোধি প্রাপ্তি।
কেবল চিন্তা করে বা কামনা করে এগুলোর কোনোটাই অর্জন করা যায় না। সব বিপস্যনা শিবিরে সর্বদাই সাধনার অভ্যাস করার ওপর, প্রকৃত অভ্যাসের ওপর জোর দেওয়া হয়। কেনোও এইভাবে সাধনা করতে হবে সেটা বোঝাবার জন্য কিছু ব্যাখ্যা করা প্রয়োজন যাতে সাধক বুঝতে পারেন এবং সঠিক ভাবে সাধনা করতে পারেন। এইজন্য, প্রতিদিন সন্ধ্যায় গোয়েঙ্কাজি একটা প্রবচন দেন যাতে তিনি সেই দিন যে সমস্ত সাধনার নির্দেশ দেওয়া হয়েছে সেগুলো ব্যাখ্যা করেন। সেই সঙ্গে গোয়েঙ্কাজি বিপস্যনা সাধনার বিভিন্ন দিকও তুলে ধরেন। এই প্রবচনে ব্যাখ্যা করলে সাধক বুঝতে পারেন যে তাকে ঠিক কী করতে হবে, এবং কেনও তাকে এভাবে করতে হবে, যাতে সেভাবে সাধনা করে সে ঠিকমত ফল লাভ করতে পারে।
এই সব প্রবচনের সারাংশ সংক্ষেপ এই বইয়ে দেওয়া হয়েছে। এই এগারোটি প্রবচনে বুদ্ধের শিক্ষার সারমর্ম রয়েছে। কিন্তু এই প্রবচন সারাংশ পড়ে বিপস্যনা শেখা সম্ভব নয়, তার জন্য দশ দিনের বিপস্যনা শিবিরে যোগদান করা অত্যাবস্যক।
এই বইটি বিপস্যী সাধকদের জন্য অত্যন্ত উপযোগী।
